দান সম্পর্কিত পবিত্র আল কোর-আন শরীফের আয়াত সমূসঃ



দান সম্পর্কিত কোর-আনের আয়াত
আয়াতঃ- ২৬৪-২৭৪  সূরা বাক্বারাহ্
হে ঈমানদাররা! তোমরা দানের কথা প্রচার করে কষ্ট দিয়ে দানকে ধ্বংস করো না- ব্যক্তির ন্যায়, যে স্বীয় সম্পদ ব্যয় করে লোক দেখানোর জন্য, অথচ সে আল্লাহ পরকালের প্রতি ঈমান রাখে না যার উপমা একটি মসৃণ পাথরের ন্যায় যার ওপর সামান্য মাটি ছিল, তারপর প্রবল বৃষ্টি হল; ফলে তা পরিস্কার হয়ে গেল; এরা তাদের উপার্জিত ধন দ্বারা কিছুই করতে পারবে না; আল্লাহ কাফেরদেরকে সুপথ দেখান না
আয়াতঃ- ২৬৫
আর যারা আল্লাহর সন্তুষ্টি কামনায় স্বীয় মনকে দৃঢ় করার লক্ষ্যে সম্পদ ব্যয় করে তাদের উপমা কোন উঁচু ভূমির বাগানের ন্যায় যাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, ফলে হে ভূমিতে ফসল দ্বিগুন উৎপন্ন হয়; আর প্রবল বৃষ্টি না হলেও শিশির পাতই তার জন্য যথেষ্ট; নিশ্চয় আল্লাহ তোমাদের কর্ম সমূহের সম্যক দ্রষ্টা
আয়াতঃ- ২৬৬
তোমাদের কেউ কি পছন্দ করে যে, তার একটি খেজুর আঙ্গুর বাগান হোক, যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত এবং ওতে সব ধরনের ফল থাকে, আর সে বার্ধক্যে পৌঁছে আর তার থাকবে সন্তানাদি, সে থাকবে অক্ষম, অতপর বাগানে প্রবল অগ্নিঝড় প্রবাহিত হয়ে সব ভম্মীভূত হয়ে যায়? আল্লাহ এভাবে তোমাদের জন্য নিদর্শনাদি ব্যাখ্যা করেন, যেন তোমরা ভাবতে পার
আয়াতঃ- ২৬৭
হে মিনরা! তোমরা ব্যয় কর উৎকৃষ্ট বস্তু, যা তোমরা তোমাদের সম্পদ হতে উপার্জন কর আর যা আমি ভূমি হতে উৎপন্ন করে দেই তা হতে তোমরা মন্দ জিনিস ব্যয় করার সংকল্প করো না অথচ তোমরা তা গ্রহন করার নয় যদি না চক্ষু বন্ধ কর আর জেনে রাখ, আল্লাহ ধনবান প্রশংসিত
আয়াতঃ- ২৬৮
শয়তান তোমাদেরকে গরীবির ভয় দেখায় এবং অশ্লীনতার নির্দেশ দেয় আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুণার প্রতিশ্রুতি প্রদান করেছেন আর আল্লাহ প্রাচুর্যময়, মহাজ্ঞানী
আয়াতঃ- ২৬৯
যাকে ইচ্ছা হিকমাত দান করেন, আর যে ব্যক্তি হিকমাত প্রাপ্ত হয়, সে তো প্রচুর কল্যাণ প্রাপ্ত হয়; বস্তুত যারা জ্ঞানী তারা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না
আয়াতঃ- ২৭০
আর তোমরা যা কিছু দান কর অথবা যা কিছু মান্নত কর, আল্লাহ তা সম্যক অবগত; আর যালিমদের কোন সাহায্যকারী নেই
আয়াতঃ- ২৭১
তোমরা যদি প্রকাশ্যে দান কর তা- ভাল, যদি গোপনে কর এবং গরীবদেকে প্রদান কর, তবে তোমাদের জন্য উত্তম, আর তোমাদের পাপ মোচন করবেন; আর আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত
আয়াতঃ- ২৭২
তাদেরকে সৎপথে আনা আপনার দায়িত্ব নয়, বরং আল্লাহ যাকে চান সৎপথ দেখান তোমাদের দান তোমাদের জন্যই; তোমাদের উপকারার্থেই এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই দান কর আর যা কিছু তোমরা দান কর, পূর্ণ ফল পাবে; তোমাদের উপর অবিচার করা হবে না
আয়াতঃ- ২৭৩
( দান)আল্লাহর পথে নিযূক্ত দরিদ্রদের জন্য, যারা জীবিকার সন্ধানে চলতে পারে না, যমীনে তারা হাত পাতে না বলে অজ্ঞরা তাদেরকে ধনী মনে করে; আপনি তাদের লক্ষণ দ্বারা চিনতে তাদেরকে পারবেন; তারা ব্যাকুল্ ভাবে স্বীয় অবস্তা মানুষের কাছে বর্ণনা করে না তোমাদের ব্যয় সম্বন্ধে আল্লাহ ভালভাবে জানেন
আয়াতঃ- ২৭৪
যারা নিজেদের ধন সম্পদ রাতে দিনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করে, তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে পুরস্কার, তাদের কোন ভয় নেই, আর নেই কোন চিন্তা

No comments:

Post a Comment